মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উজানচর কে এন উচ্চবিদ্যালয় মাঠে এলজিএসপি প্রকল্প-৩ অর্থায়নে উজানচর কে, এন উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ১০০ টি এবং উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনির নিজস্ব অর্থায়নে বাকি ৩০ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.মাঈন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম(অব.)- এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম,বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার,নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম,সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূইয়া,পৌর মেয়র মো. তফাজ্জল হোসেন, নবীনগর অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, উজানচর ইউনিয়নের চেয়ারম্যান ও উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী জাদিদ আল-রহমান জনি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তফাজ্জল হোসেন তাজ মিয়া সাধারণ সম্পাদক সেলিম মিয়া,প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধর,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকসহ আওয়ামীলীগের নেতৃকর্মী এসময় উপস্হিত ছিলেন।