মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর নূরে মদিনা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা বার্ষিক শিক্ষা সফরে ঢাকা চিড়িয়াখানা।
বছরের শুরুতে প্রতি বছরের ন্যায় উজানচর নূরে মদিনা সুন্নিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় ও এতিমখানার শিক্ষার্থীরা ও শিক্ষক কমিটিসহ শিক্ষা সফর করলেন ঢাকা মিরপুর চিড়িয়াখানাসহ বিভিন্ন অপরূপ সৌন্দর্য।
ভ্রমণের উদ্দেশ্যে সকাল ৮ ঘটিকার সময় উজানচর বাজার হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে যাত্রা শুরু করে।শিক্ষাসফরে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরমোহাম্মদ আল-ক্বাদরী সামনে থেকে নেতৃত্ব দেন এবং সার্বিক পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা উসমান গণি আল-ক্বাদরী এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো.নজরুল ইসলাম সহযোগিতায় অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আবু বকর রুমি,বাঁশগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুফতি মাওলানা দ্বীন ইসলাম আল-ক্বাদরী ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী।
সারাদিন ভ্রমণশেষে সন্ধায় গন্তব্যে ফিরে আসার জন্য রওনা দেওয়া হয়। পথের মধ্যে বিভিন্ন নান্দনিক দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হন।
সফর সঙ্গী উজানচর কে এন উচ্চবিদ্যালয় এর সহকারি শিক্ষক মুফতি ইব্রাহিম খলিল আল-ক্বাদরী এর নিকট জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা জীবনের অর্থ শুধু মাত্র বইয়ের পাতায় কিংবা বিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে আবদ্ধ শিক্ষা নয়। ছাত্রজীবনের শিক্ষা হওয়া উচিত ব্যাপক এবং বিস্তৃত। তবেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সার্থক হয়ে থাকে। ছাত্রজীবনের শিক্ষার এই বহুমুখী চরিত্রের মধ্যে জীবনের প্রতিটি দিকের সঙ্গে আমাদের পরিচিতি হওয়া আবশ্যক। সেই প্রাথমিক জীবন দর্শন এর মাধ্যমে একজন ছাত্রের চরিত্র গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের ভূমিকা অনস্বীকার্য। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এবছরের ভ্রমণ সফল হয়েছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরমোহাম্মদ বলেন, আগামীতে ও ইনশাআল্লাহ আরও ভালো কোন দর্শনীয় স্থানে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষা সফরে যাব।