উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। মাত্র ৭ ম্যাচ খেলেও সেরাদের কাতারে আছেন এই স্পিডস্টার।
বর্ষসেরা তালিকায় সর্বোচ্চ তিনজন আছেন শ্রীলঙ্কা থেকে। পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন দুইজন করে। এছাড়া ইংল্যান্ড থেকে এই তালিকায় জায়গা পেয়েছেন একজন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হিসেবে ২০২৪ সালে ওয়ানডে ম্যাচের সংখ্যা ছিল খুবই কম। যেখানে শ্রীলঙ্কা খেলেছে ১৮টি ওয়ানডে, সেখানে ভারত-নিউজিল্যান্ডের মতো দল খেলেছে মোটে ৩ ওয়ানডে। তাইতো উইজডেনের ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিনজন শ্রীলঙ্কার, নেই ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার।
এদিকে একমাত্র বাংলাদেশি হিসেবে অবশ্য তালিকায় জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। গেল বছর লাল-সবুজ জার্সিতে বল হাতে দারুণ ছন্দে ছিলেন এই তারকা। সাত ম্যাচে ৫.৩ ইকোনমিতে শিকার করেন ১৪ উইকেট।
আজ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৯ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি