ইএমআইএন এর অর্থায়নে এসএডব্লিউএবি ছওয়াব বাংলাদেশ এর পরিচালনায় নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে দেড় হাজার অসহায় হতদরিদ্র পরিবারের হাতে দেড় কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ঈদের পরের দিন চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে সংস্থাটি ৩০টি গরু কোরবানির পর এলাকার সুবিধা বঞ্চিতদের হাতে কোরবানির গরুর মাংস তুলে দেন।
ভোগডাবুরী ইউনিয়নে বাসিন্দা এসএডব্লিউএবি ডোমার উপজেলার স্বেচ্ছাসেবক মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছা সেবকদের সহযোগিতায় সংস্থাটি এলাকার যে সমস্ত পরিবার কোরবানির মাংস থেকে বঞ্চিত তাদের চিহ্নিত করে সংস্থার কার্ড পৌছে দেন। উক্ত কার্ড ধারীদের হাতে কোরবানির মাংস তুলে দেন তুরস্ক থেকে আগত প্রতিনিধি ডক্টর ওমর। মাংস হাতে পেয়ে অসহায় পরিবারগুলো খুবই আনন্দিত হয়েছে।
এ সময় মাস্টার পাড়া গ্রামের বুলবুলি বেগম ও চান্দখানা গ্রামের খলিল বলেন, এই প্রথম আমাদের এলাকায় বিদেশি সংস্থার কোরবানির গরুর মাংস বিতরণ করা হলো। যাদের মাধ্যমে আমরা কোরবানির মাংস পেলাম আল্লাহ তাদের মঙ্গল করুক।
কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের কার্যকরী কমিটি ও এসএডব্লিউএবি ডেপুটি ম্যানেজার খোরশেদ আলম, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিনসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৭ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)