ঈদের ৬ষ্ঠ দিনেও পরিবার-পরিজন নিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ফিরছেন তারা। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে ঢাকায় ফেরা যাত্রীর চাপ দেখা গেছে গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর ও কমলাপুরে।
পাঁচ দিনের ছুটি শেষে গত সোমবার (২৪ এপ্রিল) খুলেছে অফিস-আদালত। তবে, বেসরকারি অনেক প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজ এখনো বন্ধ রয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। এসব কারণে ঈদে গ্রামে ফেরা অনেকেই একটু লম্বা ছুটি কাটিয়ে ফিরছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুরে যাত্রীদের চাপ দেখা গেছে। কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ঢাকার বিভিন্ন বাসে শনিবার পর্যন্ত যাত্রীর চাপ আছে। সেই টিকিটগুলো আগেই বিক্রি হয়ে আছে।
এদিকে, ঈদের ৬ষ্ঠ দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদের আগে নানা ব্যস্ততায় যারা বাড়ি ফিরতে পারেননি, তারা এখন যাচ্ছেন পরিবারের কাছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা বলেন, সকাল থেকেই নির্ধারিত সময়ে ট্রেন ফিরছে। নির্ধারিত সময়ে ছেড়েও যাচ্ছে। ট্রেনে এবারের ঈদযাত্রা খুব স্বস্তিদায়ক হয়েছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন