আমাদের সাইটে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বর্তমানে সবাই অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকেন। এজন্য তা নিয়ে নানা কিছু জানতে প্রতিনিয়ত মানুষ অনলাইনে ই-পাসপোর্ট নিয়ে সার্চ করে থাকেন। আর সেজন্য আমরা অনলাইনে ই-পাসপোর্টের তথ্য যাচাই করার বিষয়ে বিভিন্ন কিছু নির্দেশনা উপস্থাপন করব আজ আপনাদের সামনে।
ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম
অতি সম্প্রতি বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট চালু করেছে। অধিকাংশ মানুষ এই কারণেই এখনও অবধি এটি সম্পর্কে তেমনটা অবগত নয়। কিন্তু বর্তমান সময়ে এটা আমাদের জন্য খুবই সহায়ক। এই পদ্ধতিতে, অনলাইনে পাসপোর্ট চেক করা খুবই সহজ। চলুন, জেনে নেয়া যাক যে, যে বাংলাদেশে ই-পাসপোর্ট এর স্ট্যাটাস কিভাবে চেক করা হয়।
অনলাইনে এসএমএস এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার নিয়ম
আপনি যদি আপনার পাসপোর্টের তথ্য কিভাবে চেক করতে হয় তা জানতে চান তাহলে আপনাকে অবশ্যই আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ আপনাদের জন্যই আমরা এই পোস্টটি সাজিয়েছি পাসপোর্ট চেক সংক্রান্ত সমস্ত নির্দেশনা দিয়ে।
অনলাইনে ঘরে বসেই আপনি আপনার পাসপোর্টের অবস্থান চেক করতে পারবেন এক মুহূর্তে। নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার পাসপোর্টের অবস্থা চেক করে নিতে পারেন খুব সহজে।
যারা প্রথমবার পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা নিম্নোক্ত উপায়ে দেখে নিতে পারেন যে আপনার পাসপোর্ট প্রস্তুত হয়েছে কিনা?
শুরুতে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে: এখানে ক্লিক করুন
এরপর উপরোক্ত লিংকে প্রবেশ করার পর
- পাসপোর্ট অফিসের স্লিপ নম্বর দিন
- আপনার তথ্য সঠিকভাবে পূরণ করুন
- জন্ম তারিখ বসিয়ে সাবমিট করুন
পরবর্তী পেইজে আপনাকে দেখানো হবে যে আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে বা রেডি কিনা।
আপনি যদি পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন তাহলে এভাবে সহজেই দেখে নিতে পারেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা।
ই-পাসপোর্ট অনলাইন আবেদন
ই পাসপোর্টের জন্য আবেদন করতে হলে প্রথমে অবশ্যই আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ই-পাসপোর্ট এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আর সেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ সঠিকভাবে সম্পন্ন হলেই আপনি সেখান থেকে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
ই পাসপোর্ট এর জন্য রেজিস্ট্রেশন করতে: এখানে ক্লিক করুন
লিংকে ক্লিক করে ওদের ওয়েবসাইটে প্রবেশ করার পর যাবতীয় সব ডকুমেন্টস এর সঠিক তথ্য দিয়ে প্রথমে নিবন্ধন সম্পন্ন করুন। তথ্য সাবমিট করার মাধ্যমেই আপনি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, আপনার এলাকায় ই-পাসপোর্ট সেবা বিদ্যামান রয়েছে কিনা। কারন আপনার এলাকায় যদি এই ই-পাসপোর্ট সেবা চালু না হয়ে থাকে তাহলে আপনি এই সুযোগ চালু না হওয়া পর্যন্ত তার সুবিধা ব্যবহার করতে পারবেন না।
ই পাসপোর্টে আবেদন ফি / খরচ
এই অংশে পাসপোর্টের আবেদন ফি উল্লেখ করা হয়েছে। পেজ ভিত্তিক আবেদন ফি ভিন্ন হয়ে থাকে। তাই বিভিন্নভাবে ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে আবেদন ফি আলাদা হয়। আপনি যদি চাল, তাহলে এই ফি টা অনলাইনেই পরিশোধ করতে পারবেন। এছাড়া বিভিন্ন ব্যাংক যেমন ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করা যাবে। এরপর আপনার প্রদান করা ফি স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যাবে।
আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট ফি নিচে উল্লেখ করা হলোঃ
- ৪৮ পেজের পাসপোর্ট ৫ বছর মেয়াদের ক্ষেত্রে,
Regular delivery within 21 days: TK 4,025
Express delivery within 10 days: TK 6,325
Super Express delivery within 2 days: TK 8,625
- ৪৮ পেজের পাসপোর্ট ১০ বছর মেয়াদের ক্ষেত্রে,
Regular delivery within 21 days: TK 5,750
Express delivery within 10 days: TK 8,050
Super Express delivery within 2 days: TK 10,350
- ৬৪ পেজের পাসপোর্ট ৫ বছর মেয়াদের ক্ষেত্রে,
Regular delivery within 21 days: TK 6,325
Express delivery within 10 days: TK 8,625
Super Express delivery within 2 days: TK 12,075
- ৬৪ পেজের পাসপোর্ট ১০ বছর মেয়াদের ক্ষেত্রে,
Regular delivery within 21 days: TK 8,050
Express delivery within 10 days: TK 10,350
Super Express delivery within 2 days: TK 13,800
সব তথ্য দিয়ে ফরম টি সাবমিট করার পর ফি প্রদান করুন আপনার সুবিধামতো মাধ্যমে। ফি প্রদানের সকল অপশন সেখানে সেই পেজে দেখতে পেয়ে যাবেন।
ফি প্রদান করার পর আপনার সুবিধা মতো ডেট সেট করতে পারবেন এপোয়েনমেন্ট এর জন্য। আর নির্ধারিত শিডিউলে আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে ছবি উঠানোর জন্য। সব তথ্য দিয়ে ফরমটি সাবমিট করার পর আপনি একটি ফরম পাবেন যেখানে আপনার দেয়া সব তথ্য দ্বারা ফরমটি পূরণ করা থাকবে। ফরমটি প্রিন্ট করে স্বাক্ষর এবং তারিখ দিয়ে পূরণ করে ছবি উঠানোর দিন আপনাকে সেটি সাথে নিয়ে যেতে হবে। ফরমে উল্লেখিত সকল আনুসাঙ্গিক ডকুমেন্টস আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অবশ্যই।