সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। সিরীয় সামরিক বাহিনী বলছে, তারা ইসরায়েলের অধিকাংশ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এ হামলায় অন্তত ১১ জন সিরীয় সরকারপন্থি যোদ্ধা নিহত হয়েছেন।
ইসরায়েল দাবি করেছে, গতকাল রোববার রাতভর চালানো হামলায় ইরানি রেভল্যুশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের স্থাপনাসহ সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর স্থাপনাও এ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে শত্রুপক্ষ হামলা চালিয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এতে আরো বলা হয়, মনে হচ্ছে ইরান ও হিজবুল্লাহর অস্ত্রগুদামে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে।
ইরান প্রতিবেশী সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে। ইসরাইল তার প্রধান শত্রু ইরানকে থামানোর অঙ্গীকার করেছে। ইসরায়েল তার হামলার কথা খুব কমই প্রকাশ করে।
অন্যদিকে রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার সরকারি বাহিনী ৩০টিরও বেশি মিসাইল ভূপাতিত করেছে। যুদ্ধক্ষেত্রে সিরিয়া সরকারের মিত্র হিসেবে কাজ করছে রাশিয়া।