ইরানে আজ শনিবার (২৬ অক্টোবর) ভোরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, হামলার জবাব দিতে প্রস্তুত তেহরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ কথা জানিয়েছে।
অন্যদিকে শনিবার (২৬ অক্টোবর) সকালে ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমি এখন নিশ্চিত করছি যে আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তি টানার সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।
এদিকে তেহরান জানিয়েছে, ইসরায়েল শনিবার ভোরে তাদের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের বিমান বাহিনী। ঐ বিবৃতিতে বলা হয়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে ইসরায়েল হামলা চালায়। হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। কিছু জায়াগায় সামান্য ক্ষতি হয়েছে।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ক্ষেপণাস্ত্র উৎপাদন করে এমন স্থাপনায় হামলা চালিয়েছে তারা।
অন্যদিকে ইরানে হামলার মধ্যেই এবার সিরিয়ার বেশকিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবার ভোরে সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েল ওই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল-অধিকৃত সিরিয়ার গোলান হাইটস এবং লেবানিজ অঞ্চলের দিক থেকে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিয়েছে এবং গুলিও ছুড়েছে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪১ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি