ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে এবার ড্রোন হামলা চালিয়েছে ইরাক। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে বন্দরটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। খবর-টাইমস অব ইসরায়েলের।
তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। আইডিএফের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া ড্রোনটি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি। তবে ইসলামিক রেজিস্ট্যান্স হাইফায় ড্রোন হামলার দায় স্বীকার করেছে।
উল্লেখ্য, গাজায় আগ্রাসনের প্রতিবাদে আগেও ইসরায়েলে হামলা চালায় ইরান সমর্থনপুষ্ট গোষ্ঠীটি। তেল আবিবে একযোগে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি