আলাপ আলোচনার মাধ্যমে শিগগিরই সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি আরো বলেন, ‘ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে।’ এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতায় আনার কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রচার নীতিমালার আলোকে অনলাইন পোর্টালগুলোকে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হবে। যে পোর্টালগুলো মিথ্যা সংবাদ প্রচার করে থাকে তারা এমনি দমন হয়ে যাবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমরা আলোচনা করবো। আলাপ আলোচনার মধ্যে দিয়ে দ্রুতই নবম ওয়েজ বোর্ড সমস্যার সমাধান করবো। শেখ হাসিনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।’