ধীরে ধীরে ক্রিপ্টোকারেন্সির স্বর্গ রাজ্য হয়ে উঠছে ইরান।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দেশের অর্থনৈতিক মন্দার পাশাপাশি মুদ্রার মানের অবমূল্যায়নের কারণে দেশটিতে জনপ্রিয় হয়ে উঠছে বিটকয়েন।
বিটকয়েনের ব্যবহার দেশটিতে অপরাধ নয়। তবে নতুন আইন না হওয়া পর্যন্ত বিটকয়েন উৎপাদন বন্ধে কাস্টমস ব্যুরোকে মাইনিং মেশিন আমদানি বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
দেশটির দুটি পৃথক কারখানায় ১ হাজার মাইনিং হার্ডওয়ার কাজ করছে। অতিরিক্ত বিটওয়েন মাইনিংয়ে খরচ হচ্ছে বিদ্যুৎ। এ কারণে খুব দ্রুতই দেশটিতে বেড়ে যেতে পারে বিদ্যুতের দাম। ক্রিপ্টো মাইনারগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।