আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি দশ তলা বিশিষ্ট ভবন ধসে ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও ৮০ জনের মতো মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল সোমবার (২৩ মে) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে এ দুর্ঘটনা ঘটে।
রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত প্রায় ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং ২৭ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আটকা পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে ব্যস্ততম রাস্তার পাশে অবস্থিত বাণিজ্যিক মেট্রোপল ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৮০ জনের মতো ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকতে পারেন।
দুর্ঘটনার পর চলমান উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ইরানের বিভিন্ন প্রদেশ থেকে উদ্ধারকারী হেলিকপ্টার, যানবাহন এবং কর্মীদের দুর্ঘটনাস্থলে একত্রিত করা হয়েছে। এর মধ্যে তেহরানের ৮০টি বাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তার জন্য ৫০ জন অগ্নিনির্বাপক এবং আকাশ থেকে জরুরি সহায়তার জন্য ৩০ জন উদ্ধারকর্মী কাজ করছেন।
অতিরিক্ত তাপমাত্রার কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। সোমবারও সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। কি কারণে ভবনটি ধসে পড়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। কর্তৃপক্ষ বলছে, ভবনটি নির্মাণাধীন এবং কয়েকমাস আগে এটি ঝুঁকিপূর্ণ বলে সতর্কতা জারি করা হয়েছিল।
এদিকে, ভবন ধসের ঘটনার সময় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাষ্ট্রীয় সফরে ওমানে রয়েছেন। আর তার অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার স্থানীয় কর্মকর্তাদের উদ্ধার অভিযান চালানো ও ভুক্তভোগীদের সহায়তার জন্য নির্দেশ দিচ্ছেন।
উল্লেখ্য, ভবন ধসের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।