ইরানের দক্ষিণাঞ্চলে এক ব্যক্তি তার ১২ জন আত্মীয়কে গুলি করে হত্যা করেছে। দেশটিতে এটি একটি বিরল ঘটনা। পারিবারিক বিরোধের জেরে বাবা ও ভাইসহ ১২ আত্মীয়কে হত্যা করে ওই ব্যক্তি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
ইরানের কেরমান প্রদেশের প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদির বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ৩০ বছর বয়সী এক ব্যক্তি পারিবারিক বিরোধের জের ধরে প্রদেশটির ফারিয়াব শহরের কাছে একটি বাড়িতে করে পিতা ও ভাইসহ তার পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করে। সে এ হত্যাকান্ডে কালাশনিকভ বন্দুক ব্যবহার করে।
এএফপি জানায়, সেখান থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হয়।
অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হামলাকারীর পরিবারের মধ্যে কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। সেই বিরোধের জেরেই ওই যুবক শনিবার হঠাৎ করে বাড়িতে ঢুকে পরিবারের লোকেদের ওপর গুলি চালালে এই ভয়াবহ ঘটনা ঘটে।
উল্লেখ্য, ইরানে এমন গণহত্যা বিরল। গত ২ বছর আগে দেশটির একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বরখাস্ত হওয়া এক কর্মচারী তিনজনকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি