আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পূর্বাঞ্চলে তাবাস এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং ৫০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (৮ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তেহরান টাইমস। দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানা যায়, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরের অন্ধকারে ট্রেনটির সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। আর তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। তাবাস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এই রেলপথটি তাবাস শহরকে ইয়াজদের কেন্দ্রীয় শহরের সঙ্গে সংযুক্ত করেছে।
কর্মকর্তাদের মাধ্যমে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল প্রত্যন্ত অঞ্চলটিতে পৌঁছেছে। সেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ। কমপক্ষে ১৬ জন গুরুতর আহত হয়েছেন যাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, ট্রেনটি রেললাইনের কাছে থাকা একটি এক্সকেভেটরের (খননকারীর মেশিন) সঙ্গে ধাক্কা লাগে। তবে কেন এক্সকেভেটরটি রেললাইনের কাছে রাখা হয়েছে তা জানা যায়নি। একজন কর্মকর্তা ধারণা করেন এটি রেললাইন মেরামত প্রকল্পের অংশ হতে পারে।