ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার অংশ নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে শুরু হয়েছে উৎসব। আয়োজনের পঞ্চম দিনে ইরানে ভিন্ন লুকের ছবিতে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ‘ফেরেশতে’ (ইংরেজি নাম ‘বিউটিফুল লাইস’)। সেখানে উপস্থিত ছিলেন ফেরেশতের প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, পরিচালক মুর্তজা অতাশ জমজম ও গল্পকার মুমিত আল রশিদ।
উৎসবে বাংলাদেশের জাতীয় পুরস্কার পাওয়া দুই অভিনেত্রী (জয়া ও শিমু) হাজির হয়েছিলেন ইরানের ঐতিহ্যবাহী ইসলামি পোশাকে। অভিনয়ের জন্য দুজনই প্রশংসিত হয়েছেন সেখানে। সিনেমা প্রদর্শনীর আগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জয়া আহসান বলেন, ‘ইরানের এ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি। এ দেশে আব্বাস কিয়োরোস্তামি, দারিউশ মেহেরজুই, মাজিদ মাজিদির মতো বিখ্যাত চলচ্চিত্রকার জন্মেছেন। তাঁদের কাজগুলো সব সময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’
১৯৮২ সাল থেকে প্রতিবছর নিয়মিত উৎসবটি আয়োজিত হচ্ছে। এবার ৭০টি দেশ থেকে অনেক সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করে ৩৩টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। এবারের আসরের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম