ইরানের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবেরের নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী, আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
সাধারণত অন্যান্য দেশের মতো ইরানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন না, তাকে মনোনীত করা হয়। ১৯৮৯ সালে এই পদ সৃষ্টি করা হয়। তাকে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। ইরানে বেশ কয়েকজন ভাইস-প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন। বেশিরভাগ মূলত মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের মোখবারকে প্রথম হিসেবে বিবেচনা করা হয়। ২০২১ সালের আগস্ট মাসে মোখবারকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন রাইসি। দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যে এই নিয়োগ দিয়েছিলেন তিনি। সংবিধান সংশোধনের পর সপ্তম ব্যক্তি হিসেবে মোখবার এই দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পূর্বে মোখবার ১৪ বছর ইরানের প্রভাবশালী একটি শিল্পগোষ্ঠী সেতাড-এর প্রধান ছিলেন। এটি মূলত দাতব্য কাজে মনোযোগী। সংস্থাটি ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। রয়টার্সের অনুসন্ধান অনুসারে, সেতাড-এর কয়েক বিলিয়ন ডলার মূল্যের সম্পদ রয়েছে। মোখবারের অধীনে সেতাড ইরানের দেশীয় করোনাভাইরাসের টিকা উদ্ভাবন করে। কিন্তু টিকাটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি