সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে আগামী ৫ আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পিটিআই। রবিবার (২৮ জুলাই) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার এই বিক্ষোভের ডাক দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান ও তার সমর্থকরা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
তোশাখানা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের কথা উল্লেখ করে কায়সার বলেন, ৫ আগস্ট পিটিআই প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তারের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সেদিন প্রতিবাদ করব।
এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী ইমরানের মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০২৩ সালের ৫ আগস্ট লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছে পিটিআই নেতাকর্মীরা। অবশ্য পিটিআই নেতা-কর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।
এর আগে, ১২ জুলাই এক যুগান্তকারী রায়ে, সুপ্রিম কোর্ট পিটিআইকে মহিলা এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। এরপরই পিটিআই সংসদ সদস্য ও কর্মীদের বিভিন্ন মামলায় ধর-পাকড় শুরু হয়েছে। তাদের নেতাকর্মীদের নির্বিচারে ধর-পাকড় বন্ধ করতে সুপ্রিম কোর্টকে স্বপ্রণোদিত নোটিশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পরিষদের সাবেক স্পিকার।
বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খান আটক আছেন। এদিকে ইমরান খানকে আটক রাখা বিধিবহির্ভূত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সম্প্রতি জেনেভাভিত্তিক জাতিসংঘের একটি মানবাধিবার সংস্থা তাদের এক মতামতে এ কথা জানিয়াছে। একই সঙ্গে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম