ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০। রোববার (২৩ ডিসেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুনামিটি আঘাত হানে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো জানান, সুনামির কারণ ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি। প্রবল অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হওয়া এই সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে। সুনামির তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি ঘর। এখন পর্যন্ত পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের খবর পাওয়া গেছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।