বিনোদন ডেস্ক /S.H:
রিয়েলিটি শো নিয়ে বিতর্কের ঘটনা পুরোনো। সে বিতর্কের খাতায় নাম লিখায় ভারতের জনপ্রিয় শো ইন্ডিয়ান আইডল। প্রতিযোগিদের প্রশংসা করার জন্য বিচারকদের আগে থেকে বলে দেওয়া হয় বলে অভিযোগ উঠে এই রিয়েলিটি শো-এর বিরুদ্ধে। ফলে অনুষ্ঠানের মান নিয়ে প্রশ্ন উঠে। এবার সে প্রসঙ্গে মুখ খুলেন ইন্ডিয়ান আইডলের এক সময়কার জনপ্রিয় উপস্থাপিকা মিনি মাথুর।
ইন্ডিয়ান আইডল নিয়ে বিতর্ক শুরু হয় কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডের পর থেকেই। অভিযোগটি করেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার। গুনি বাবার গাওয়া গান প্রতিযোগীদের মুখে খুব বেশি ভালো লাগেনি অমিত কুমারের। তারপরও চ্যানেলের চাপে প্রশংসা করতে হয় তাকে। এপিসোড শেষে অমিত নিজেই এই বিষয়ে মুখ খুলেন। ফলে নেট পাড়ায় উঠে ইন্ডিয়ান আইডল নিয়ে সমালোচনা। তবে ইন্ডিয়ান আইডলের পক্ষে কথা বলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। তিনি জানান, “সেলেবদের আনা হয় প্রতিযোগীদের উৎসাহ বাড়ানোর জন্য। সেক্ষেত্রে চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ থাকে, যে একটু প্রশংসা করে দিবেন।” সোনু নিগমের মতে এইটি খুবই সহজ বিষয়। এইবার মিনি মাথুর সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক সাক্ষাৎ-এ ইন্ডিয়ান আইডলের বিতর্ক নিয়ে কথা বলেন। মিনি কেনো ইন্ডিয়ান আইডলের সঞ্চালনে ফিরলেন না ভক্তদের এমন প্রশ্নে উত্তর দিতে বাধ্য হন মিনি। স্পষ্ট কিছু না বলেও ইন্ডিয়ান আইডলের ব্যবহার নিয়ে মন্তব্য করেন মিনি।
এর আগেও নেহা কক্করের ইন্ডিয়ান আইডলে প্রতি এপিসোডে কান্নার ঘটনায় এই রিয়েলিটি শো নিয়ে উঠে সমালোচনা।