প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ভয়াল রেকর্ডভারতে আবারও ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে আগের দিনগুলোকে। এদিন ইতালিকে ছাড়িয়ে বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংক্রমিত দেশের তালিকায় ছয়ে উঠে এসেছে তারা।
দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ৯ হাজার ৮শ’ ৮৭ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজারের বেশি। একদিনে সর্বোচ্চ ২শ’ ৯৭ জনসহ মোট মৃত্যু ৬ হাজার নয়’শ জনের বেশি।
করোনায় সারাবিশ্বে মৃতের সংখ্যা চার লাখ ছাড়ালো। মোট আক্রান্ত ৬৯ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন প্রায় ৩৪ লাখ মানুষ।
মার্কিন যুক্তরাষ্ট্রে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজারের বেশি। মৃত্যু ১ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৫ হাজার, আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি। আক্রান্তের দিকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৫ হাজার ৭শ’ ২৫ জনের।
এদিকে জার্মানিকে ছাড়িয়ে এবার আক্রান্তের সংখ্যায় শীর্ষ আটে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৮৭ হাজারের বেশি। তুরস্ককে পেছনে ফেলে শীর্ষ ১০-এ এখন ইরান। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে, মোট মৃত্যু ৮ হাজারের বেশি।
করোনা মহামারির মধ্যেই জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে বর্ণবাদবিরোধী বিক্ষোভে মিছিল ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। লাখ লাখ মানুষ বেরিয়ে এসেছেন ঘর থেকে রাস্তায়। অস্ট্রেলিয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমাবেশ করেছে লাখো মানুষ। এছাড়া যুক্তরাজ্যেও সমাবেশ হয়েছে। আন্দোলনকারীরা মাস্ক পড়লেও এসব বিশাল জমায়েতে ছিল না শারীরিক দূরত্ব।