শাটডাউন এড়াতে শেষ মুহূর্তে একটি অস্থায়ী তহবিল পাস করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এ বিলে ইউক্রেনের জন্য কোনো অর্থ সহায়তা রাখা হয়নি। ফলে রাশিয়াকে প্রতিরোধে চিন্তা পড়েছে ইউক্রেন।
এছাড়াও অর্থনৈতিক সংকট এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ যাতে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। কিন্তু এই বিলে নতুন সহায়তা বা ইউক্রেনের জন্য বরাদ্ধের ৬ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত করা হয়নি। তবে এরই মধ্যে জো বাইডেন ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেন।
জো বাইডেন বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।’
শাটডাউন এড়াতে আগামী ৪৫ দিনের জন্য যে তহবিল গঠন করা হয়েছে তাকে ইউক্রেনের জন্য সহায়তা রাখা হয়নি। যদিও হোয়াইট হাউজের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে ইউক্রেনকে সহায়তার বিষয়টি।
এদিকে ইউক্রেনকে সহায়তা দিতে বিরোধিতা করছে মার্কিন প্রতিনিধি পরিষদ। তারা এই যুদ্ধে বাইডেনের ফর্মূলা নিয়েও প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে বাইডেন বলছেন, ‘আমরা কোনো অবস্থাতেই ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না। আমাদের মার্কিন মিত্রদের আশ্বস্ত করতে চাই, আপনারা আমাদের সমর্থনের ওপর আস্থা রাখতে পারেন, আমরা ইউক্রেনকে ছেড়ে যাবো না।’
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম