আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের রেলওয়ে স্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া হামলায় স্টেশনের পাশে রাখা চারটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।
এদিকে এ ক্ষেপণাস্ত্র হামলাকে রাশিয়ার আরেকটি যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে দক্ষিণের বন্দর শহর ওডেসাতে কারফিউ জারি করেছে শহটির কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্রামতোর্স্ক রেলস্টেশনে ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর হামলা চালানো হয়েছে।
শহরের মেয়র আলেকসান্দের হনশারেঙ্কো জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হামলার ঘটনাটি ঘটে। হামলার সময় রেলস্টেশনে প্রায় ৪ হাজার মানুষ ছিল।
তিনি জানান, তিনি পুরোপুরি নিশ্চিত যে এটি একটি রাশিয়ান রকেট ছিল এবং রকেটটি যে স্টেশনে আঘাত করেছিল, তার আশপাশে কোনো ইউক্রেনীয় সামরিক লক্ষ্য ছিল না।
হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করা হলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা অস্বীকার করেছে।
এদিকে, এই ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নিন্দা জানিয়ে ইইউ ও যুক্তরাষ্ট্র বলছে, এটি ‘ভয়াবহ’ হামলা।
অপরদিকে, আইন লঙ্ঘনের অভিযোগে রাশিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ ১৫ মানবাধিকার সংস্থার কার্যালয় বন্ধ করে দিয়েছে মস্কো।