আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে রাশিয়ার রকেট হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। এরমধ্যে একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এ হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ক্রেমলিনের পক্ষ থেকে কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেয়ার সময়েই এ হামলার ঘটনা ঘটেছে। রকেটগুলো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পশ্চিমে চ্যাপলিন শহরের রেল স্টেশনে একটি ট্রেনে আঘাত হানে।উদ্ধারকারীরা কাজ করছে, তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে ট্রেন স্টেশনে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৫০ জন নিহত হয়।