আন্তর্জাতিক ডেস্কঃ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহত হয়েছেন। তবে তিনি গুরুতর আহত হননি। আজ বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) ভোরে তাঁর মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান। খবর রয়টার্সের।
প্রেসিডেন্টের প্রেস সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) নিরাপত্তা প্রহরীর গাড়ির সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জেলেনস্কির গাড়ি চালকও আহত হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে নিজ কার্যালয় থেকে ভিডিওবার্তা দেন জেলেনস্কি। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই গভীর রাতে ভিডিও ভাষণ প্রকাশ করে থাকেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
উল্লেখ্য, এর আগে সদ্য দখলমুক্ত খারকিভের উত্তর-পূর্বাঞ্চলের আইজিয়াম পরিদর্শন করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।