আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে দেয়া আমেরিকার দুটি উন্নত ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। গতকাল বুধবার (৬ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকার হাই মবিলিটি রকেট সিস্টেম বা এইচ আই এম এ আর এস ধ্বংসের এই দাবি করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ বলেছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি গোলাবারুদের ডিপোও ধ্বংস করেছে যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চারে ব্যবহার করার জন্য বিপুল পরিমাণ রকেট মজুদ রাখা ছিল। পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের পাশে একটি গ্রামে ওই ডিপো ছিল। রাশিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেগুলো ধ্বংস করে দিয়েছে।
জেনারেল ইগোর কোনাশেংকভ আরো জানান, ইউক্রেন পরিচালিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি ইউনিটও রাশিয়ার সেনারা ধ্বংস করে দিয়েছে। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, রাশিয়ার এই দাবি মিথ্যা এবং ভুয়া। ইউক্রেনের সেনারা আমেরিকার দেয়া উন্নত এইচ আই এম এ আর এস ব্যবহার করছে যা রাশিয়ার সেনাদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, যখন থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানো শুরু করেছে তখন থেকেই আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের সহযোগিতা করে আসছে।