আসামের গুয়াহাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই ম্যাচে কী করে বাংলাদেশ সেটাই দেখার বিষয়।
এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
পায়ের চোটের কারণে এই ম্যাচেও বিশ্রামে আছেন ওয়ানডে দলপতি সাকিব আল হাসান। তবে মূল আসরে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সাকিব ফিরবেন বলে আশা।
মূল মিশন শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের স্বস্তির জয় পেয়েছে মিরাজ-লিটনরা। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও জয়ই চাইবে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
তবে এই ম্যাচকে ঘিরে রয়েছে দুঃসংবাদ। ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও শঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দিন প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী দুই সপ্তাহও এখানে বৃষ্টির সম্ভাবনা আছে।
এই ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং অর্ডারে। ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশ্রাম দেওয়া হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করা লিটন দাস ও তানজিদ হাসান তামিমকে।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই ম্যাচে কিছু নিয়মে পরিবর্তন রয়েছে। এই ম্যাচে নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই।
এক্ষেত্রে দলগুলো চাইলেই বোলারদের ব্যাটিং না করিয়ে শুধু ব্যাটারদেরকে সুযোগ দিতে পারে। এ ছাড়া যেকোনো ব্যাটারই স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে প্যাভিলিয়নে ফিরতে পারে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম