নারায়ণগঞ্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) দেশের বিস্তীর্ণ অঞ্চলজুরে চলতি মাসের শুরুতে বজ্রঝড় ও কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন- চার দিন হালকা থেকে মাঝারি ও মাঝারি হতে তীব্র মাত্রার কালবৈশাখী হওয়ার আশংকা রয়েছে।
এরপর এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি ও পরবর্তী সময়ে একটি ঘূর্ণিঝড়ের আশংকা করা হচ্ছে।
এদিকে চলতি মাসে উওর ও মধ্যান্চলে এক থেকে দুই দিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী বজ্র – ঝর ও দেশের অন্যত্র দুই থেকে তিন দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বজ্র – ঝড় হতে পারে।