‘আরআরআর’ ছবিটি ব্যবসাসফললের পর এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব আনার ঘোষণা দিলেন ভারতের অন্যতম প্রভাবশালী পরিচালক এস এস রাজামৌলি। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটির সিক্যুয়েল নিশ্চিত করেছেন তিনি।
সম্প্রতি শিকাগোয় এক অনুষ্ঠানে পরিচালক রাজামৌলি জানান, তার বাবা বিজয়েন্দ্র প্রসাদ ‘আরআরআর’-এর সিক্যুয়াল চিত্রনাট্যের ওপর কাজ করছেন।
পরিচালক আরও জানান, বাবাই তার ছবির চিত্রনাট্য লিখছেন। এবার তিনি ‘আরআরআর ২’-এর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বক্স অফিসের হিসাবে ‘আরআরআর’ প্রায় হাজার কোটি টাকার ব্যবসা করেছে।
দক্ষিণ ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম ও আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনি নাটকীয়ভাবে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন রাজামৌলী। ছবিটি বানাতে তার খরচ হয় প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেন জুনিয়র এনটিআর আর রাজুর চরিত্রে রামচরণ।