মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে সৈয়দা রাবেয়া বেগম (৭৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ই জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে বিকেলে অসুস্থ হয়ে পড়েন তিনি।
রাবেয়া বেগম সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার কাদিপুর ইউনিয়নের রফিনগর গ্রামে বাবার বাড়িতে থাকতেন।
রাবেয়া বেগমের স্বজন ও আশ্রয়কেন্দ্রে থাকা স্থানীয়দের বরাত দিয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শিমুল আলী বলেন, রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাড়িতে বন্যার পানি ওঠায় সম্প্রতি পরিবারের অপর সদস্যদের সঙ্গে স্থানীয় ছকাপন উচ্চবিদ্যালয় ও কলেজ আশ্রয়কেন্দ্রে ওঠেন। বিকেলের দিকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। ওই আশ্রয়কেন্দ্রের আশপাশের অন্তত ৪০টি বন্যাদুর্গত পরিবার আশ্রয় নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা চিকিৎসক মো. জাকির হোসেন বলেন, রাবেয়া বেগমের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর আহমদ বলেন, আশ্রয়কেন্দ্রে থাকা রাবেয়া বেগমের জানাজা ও দাফন রাতেই সম্পন্ন হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)