ইসরায়েলি পুলিশবাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছিল তাতে কয়েক ডজন প্যালেস্টাইনি আহত হয়েছেন। মসজিদ প্রাঙ্গণে সহিংসতার এই ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আলোচনার জন্য এক জরুরি অধিবেশনের ডাক দিয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) ওয়াফা নিউজ এজেন্সি এবং বার্তা সংস্থা রয়টার্স থেকে এই তথ্য জানা যায়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসরায়েলি পুলিশবাহিনী নাবলুসে একটি বিষাক্ত গ্যাস দিয়ে ক্যানিস্টার নিক্ষেপ করার সময় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সংস্থাটি বলেছে, উত্তরাঞ্চলীয় শহর হেব্রনের কাছে বেইত উমমার শহরে গোলাবারুদ দিয়ে আঘাত করা হয়েছে। বিত উমর-এর কয়েক ডজন মানুষ বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হওয়ার খবরও জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি। সংস্থাটি জেনিন এবং বেথলেহেম শহরের কাছে প্যালেস্টাইনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের কথাও জানিয়েছে।
কূটনীতিকরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা নিয়ে আলোচনার জন্য একটি জরুরি অধিবেশনের ডাক দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে রুদ্ধদ্বার বৈঠকটি ডাকা হয়।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন