বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মাতা বেগম ফজিলাতুন্নেসা মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। সোমবার রাত সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। হার্টের চিকিৎসাজনিত কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। আগামীকাল জোহর নামাজের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারী মুজিব কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৬ কন্যাসন্তান রেখে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে জনাব ওবায়দুল কাদেরের সাথে কথা বলেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রোববার বিকালে এক অনুষ্ঠানে বক্তৃতায়ও ওবায়দুল কাদের মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে তার মন ভালো না থাকার কথা বলেছিলেন।