স্পোর্টস ডেস্ক /S.H:
আর্জেন্টিনায় করোনার প্রকোপ বেড়ে যাওয়া দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেল অবশেষে সিদ্ধান্ত নিয়েছে এবারের কোপা আমেরিকা আসর বসবে ব্রাজিলে। গতকাল সোমবার তারা বিষয়টি নিশ্চিত করেছে।
করোনার কারণে কোপা আমেরিকার গত বছরের আসর শুরু হওয়ার কথা ছিল এই বছরে। গত বছরের আসর এই বছরে কলম্বিয়ায় ও আর্জেন্টিনায় হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গৃহযুদ্ধের কারণে আয়োজকের তালিকা থেকে বাদ পরে কলম্বিয়া। এরপর সম্পূর্ণ আসর আয়োজন করার কথা ছিল আর্জেন্টিনার। তবে শেষ পর্যন্ত এইখানেও দেখা দেয় বিপত্তি। আর্জেন্টিনায় করোনার প্রকোপ বেড়ে যাওয়া আর্জেন্টিনা কোপা আমেরিকা আয়োজনে অনিশ্চয়তা প্রকাশ করে। ফলে কনমেবল শেষ পর্যন্ত প্রস্তাব দেয় ব্রাজিলকে। ব্রাজিলের সম্মতি পেয়ে গতকাল সোমবার কনমেবল বিষয়টি নিশ্চিত করে। মূলত আর্থিক ভাবে দূর্বল হয়ে যাওয়াই তারা মরিয়া হয়ে পড়েছে এইবারের আসর আয়োজনে। ১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে এই আসর। তবে করোনার অবস্থা যে খুব বেশি ভালো ব্রাজিলে তা কিন্তু। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর দিক ব্রাজিল ল্যাটিন আমেরিকা প্রথম দেশ। তবে দেশটি নিশ্চিত করেছে সব দিক বিবেচনা করেই তারা এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।