বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এজন্য ১২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘অনেক এলাকায় প্রচণ্ডভাবে বীজতলার ক্ষতি হয়েছে। আমরা নতুন কিছু বীজতলা তৈরি করছি। তারজন্য চাষীদের আমরা বীজ দেবো।’
তিনি আরো বলেন, ‘আগস্টের মাঝামাঝি আর একটা বন্যা হতে পারে। সেক্ষেত্রে আমাদের পুনর্বাসন কার্যক্রমটা হবে রবি ফসল দ্বারা। ইতিমধ্যে আমাদের যে অর্থ আছে তা আমরা জেলায় জেলায় টাকা পাঠিয়ে দিচ্ছি।’