বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর দখল করেছে সম্প্রতি। তবে এরই মধ্যে খবর পাওয়া গেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে রোহিঙ্গা যোদ্ধাসহ মিয়ানমার সরকারের শতাধিক সেনা আটক হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনও।
আরাকান আর্মি (এএ) বুধবার এক ঘোষণায় জানায়, তারা মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু শহরের শেষ জান্তা ঘাঁটি দখল করেছে এবং এতে শত শত সরকারি সেনাকে বন্দি করেছে। মংডু শহরে থাকা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ব্যাটেলিয়ন ৫ ঘাঁটিতেও তারা হামলা চালিয়েছে। ব্যাপক সুরক্ষিত এই ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর রোহিঙ্গা মিলিশিয়াসহ ৭ শতাধিক পুলিশ অফিসার এবং সেনাদের মাধ্যমে পরিচালিত হতো।
আরাকান আর্মি বলেছে, তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে ৫৫ দিনের লড়াইয়ের পরে রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয়। তারা আরও বলেছে, বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে লড়াইয়ের সময় ৪৫০ জনেরও বেশি সরকারি সেনা নিহত হয়েছে এবং আরাকান আর্মির সেনার প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। ঘাঁটিটির পতনের পর সরকারি সেনাসহ অন্যরা পালিয়ে যায়। তবে ঘাঁটি থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীসহ সরকারি সেনাদের সাথে জান্তার মিলিটারি অপারেশন কমান্ড (এমওসি) ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেফতার করে আরাকান আর্মি।
আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪১ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি