সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের আকাশচুম্বী ভবন অ্যাবকো টাওয়ারে লাগা ভয়াবহ আগুনে অন্তত ৭ জন আহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে ভবনের ১১ তলায় আগুন লাগলেও পড়ে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে ৪৮ তলা বিশিষ্ট ভবনটির ১১ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ২০০৬ সালে নির্মিত এই আকাশচুম্বী ভবনের ৩৬ তলা পর্যন্ত আবাসিক। প্রত্যেক তলায় ১২টি করে ফ্ল্যাট রয়েছে।
শারজাহর আল নাহদা এলাকায় ওই দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারোও আঘাতই গুরুতর নয় বলে জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, শত শত অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। শতাধিক মেশিন দিয়ে পানি ছিটানো হয়, ব্যবহার করা হয় ড্রোন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় কর্তৃপক্ষ।
ভিডিওঃ
এছাড়া ওই ভবনের নিচ তলায় পার্কিং করে রাখা বেশকিছু গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। দমকল বাহিনী এই অগ্নিকাণ্ডকে শুধু দুর্ঘটনা নয় মারাত্মক বিপর্যয় হিসেবে অভিহিত করেছে।
৪৮ তলা বিশিষ্ট ওই ভবনে কিভাবে আগুন লাগল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি শারজাহ ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা। বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার আশঙ্কায় শারজাহ টাওয়ার নামে পরিচিত ওই ভবনটির আশপাশের পাঁচটি ভবনও খালি করা হয়েছে।