বরগুনার আমতলীতে মঙ্গলবার আমতলীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৪জন হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় বাসের চাপায় মোটর সাইকেল চালক আলী হাওলাদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আমতলী- কুয়াকাটা সড়কের সৈকত ফিলিং ষ্টেশনের সামনে। পুলিশ ঘাতক বাস ও নিহতের মরদেহ উদ্ধার করেছে।
অপরদিকে উপজেলার তারিকাটায় মঙ্গলবার সকাল ১১টায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে চারজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ঢাকা-কুয়াকাটা ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-২০৪৬) একটি বাস পিছন থেকে মোটর সাইকেলটিকে চাপা দিলে আলী হাওলাদারের মৃত্যু হয়।এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হয়।
অপর দিকে আমতলী-তালতলী সড়কের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চারজন আহত হয়েছে। গুরুতর আহত তামিম, মেহেদী হাসান ও রিফাতকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বি বলেন, নিহত আলী হাওলাদারকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। অপর আহত চারজনের তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি