বরগুনার আমতলীতে দলিল লেখকদের অঘোষিত দলিল লেখা কার্যক্রম বন্ধ করায় রেজিস্ট্রি করতে আসা জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।
জানা গেছে, বিধি অনুযায়ী দলিলে রেজিস্ট্রিতে পরিচিতির সকল তথ্য যথাযথ ভাবে উল্লেখ করতে বলায় আমতলীতে গত ১৫ দিন ধরে দলিল লেখক সমিতি দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছে।
উপজেলা সাব রেজিষ্টার মোঃ মশিউর রহমান কাওসার দলিলে যথাযথ ভাবে পরিচিতির তথ্য লেখা না থাকলে তিনি দলিল রেজিস্ট্রি সম্পাদন করবেন না বলে দলিল লেখকদের জানিয়ে দেন। এতে ক্ষুব্দ হয়ে উপজেলার দলিল লেখকরা দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। ভুক্তভোগীরা নতুন এই শর্ত বাতিল করে পূর্বের নিয়মানুযায়ী দলিল লেখা কার্যক্রম দ্রুত শুরুর দাবী জানিয়েছেন ।
দলিল লেখকদের অভিযোগ সাব রেজিষ্ট্রার অনৈতিকভাবে তাদের ওপর এমন শর্ত জুড়ে দিয়েছেন। এতে একদিকে গত ১৫ দিনে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে অন্যদিকে দলিল কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। হঠাৎ করে জুড়ে দেওয়া এমন শর্ত দ্রুত বাতিল করে দলিল কার্যক্রম শুরুর দাবী দলিল লেখক ও ভুক্তভোগীদের।
গতকাল বৃহস্পতিবার দলিল লেখকদের চেম্বার ঘুরে দেখাগেছে,দলিল লেখকরা দলিল লেখা বন্ধ রেখে অলস সময় পাড় করছেন। আমতলী সাব রেজিষ্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, গত পনের দিনে কোন দলিল কার্যক্রম সম্পাদন হয়নি।
আমতলী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আশরাফুজ্জাম রুমি বলেন, সাব রেজিষ্ট্রার দলিলে দলিল লেখকদের পরিচিতি থাকার শর্ত জুড়ে দিয়েছেন যা বিগত সময়ে ছিলনা।আমরা এ শর্ত আমরা মানতে পারছি না। ফলে গত পনের দিন ধরে দলিল লেখা কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি এ বিষয়ে অরো বলেন, যতদিনে পর্যন্ত এ শর্ত তুলে না নিবেন ততদিন পর্যন্ত দলিল লেখা কার্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান কাওসার বলেন, আইনে উল্লেখ আছে দলিলে পরিচিতিকে সাব রেজিষ্ট্রারের পরিচিত হতে হবে। এমন বিষয়টি আমি দলিল লেখকদের বলায় তারা দলিল লেখা বন্ধ করেছেন।
এ বিষয়ে বরগুনা জেলা রেজিষ্ট্রার মোঃ সিরাজুল করিম বলেন,বিধি অনুযায়ী সাব রেজিষ্ট্রার দলিল লেখকদের দলিল লেখার কথা বলেছেন। কিন্তু তারা তা না মেনে দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছেন।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৩৭ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি