বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে অক্টোবর উপজেলা পরিষদ থেকে সচেতনতা মুলক একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ গিয়ে শেষ করার পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, আমতলী থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সোহেলী পারভীন মালা, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, এডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি, পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি