মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোর বেনাপোল স্থল বন্দর দিয়ে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার(৩ই অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে একটি ট্রাকে মোট ২০.৫ মেট্রিক টন পিয়াজ ভারত পেট্রোপোল বন্দর থেকে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হামিদ এন্টারপ্রাইজ খুলনা ও ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান নভীন ইম্পেক্স। পিয়াজ খালাসের মনোনীত সি অ্যান্ড এফ এজেন্ট বেনাপোলের মেসার্স শামসুর রহমান এর বর্ডার ম্যান দীপঙ্কর দীপু জানান,ভারতের বিভিন্ন জায়গায় বন্যায় পিয়াজের দাম ঊর্ধ্বগতির কারণে গত রবিবার (২৯শে সেপ্টেম্বর)ভারত সরকার বাংলাদেশে পিয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।এতে করে বাংলাদেশে পিয়াজের দাম দ্বিগুণ হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন,পিয়াজের রপ্তানিকারক প্রতিষ্ঠান নভীন ইম্পেক্স ভারতের পিয়াজ নিয়ন্ত্রক সংস্থা নেপিডে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে,গত(২৯ শে সেপ্টেম্বর)এর আগে যে ব্যালেন্স এলসি গুলো ছিল সেই এলসির মালগুলো বাংলাদেশে রপ্তানি না করলে তিনি পেমেন্ট পাবেন না। সেদিকে বিবেচনা করে ভারতীয় পিয়াজ নিয়ন্ত্রক সংস্থা ন্যাপিড গত (২৮শে সেপ্টেম্বর)পর্যন্ত যে ব্যালেন্স এলসি গুলো ছিল সেই পিয়াজ গুলোই পার মেট্রিক টন ৮৫৫ ইউ এস ডলারে ভারত থেকে বাংলাদেশে রপ্তানির নির্দেশ দিয়েছেন।