গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন মাহমুদ জিন্স লিমিটেডের (বন্ধ ফ্যাক্টরির) শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।
জানা গেছে, মাহমুদ জিন্স লিমিটেড ফ্যাক্টরিটি বন্ধ থাকায় সকালে সব পাওনাদি পরিশোধের দাবিতে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ফলে বন্ধ হয়ে যান চলাচল। ঘটনাস্থলে শিল্পপুলিশ মোতায়ন রয়েছে।
এদিকে শ্রমিকরা জানিয়েছেন, গত মাসের বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেননি কর্তৃপক্ষ। এ নিয়ে বারবার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেন কর্তৃপক্ষ।
নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি