স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত ১-২ এ জিতে নিয়েছে। আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটিকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ।
আজ বুধবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়দের কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী এই জরিমানা করা হয়। আইসিসির ম্যাচ রেফারিদের এমিরেটস এলিট প্যানেলের সদস্য ডেভিড বুন ভারত দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার সিদ্ধান্ত নেন।
এদিকে ম্যাচ পরিচালনায় দায়িত্বে থাকা আম্পায়ররা সফরকারীদের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ করেন। আর দলপতি বিরাট কোহলি অভিযোগ মেনে নেয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।
গতকাল মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি ১২ রানে জিতে নেয় অজিরা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে জরিমানার মুখে পড়তে হয় সফরকারীদের। স্লো ওভার রেটের জন্য ভারতের পুরো দলের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।