বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল হতে যাচ্ছে আফ্রিকা।
বৃহস্পতিবার (১ জুন) উন্মুক্ত হয় আড়াই ট্রিলিয়ন ডলারের বাণিজ্য অঞ্চল। যেখানে ১শ’ ২০ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
আফ্রিকা ইউনিয়নের ৫৫ সদস্য দেশের মধ্যে ৫২ সদস্য দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের প্রত্যাশা সরকারের। ১৯৯৫ সালের বিশ্ব বাণিজ্য সংস্থার পর এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল। # সময় নিউজ