সেনা অভ্যূথ্থানের ফলে সেনাবাহিনির কাছে গ্রেফতার হওয়ার পর পদত্যাগ করলেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার। একইসাথে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ারও ঘোষনা দেন তিনি। জানা যায় (১৮ আগস্ট) সেনা অভ্যুথ্থানে গ্রেফতার হোন প্রেসিডেন্ট বুবাকার ও প্রধানমন্ত্রী বোবো সিসো। স্থানীয় টিভি তে এক বক্তব্যে বুবাকার বলেন, “ক্ষমতা ধরে রেখে আমরা দেশে কোন রক্তপাত দেখতে চাই না”। এর আগে মঙ্গলবার দেশের কাতি সামরিক ঘাটিতে গোলাগুলির মধ্যে দিয়ে দেশে সেনা অভ্যূথ্থানের ঘোষনা দেয়া হয়।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি