আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে বন্দুকধারীসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, কাবুলের বারচি হাসপাতালে মারাত্মক এ হামলায় দুই শিশু এবং ১২ জন মা ও নার্স মারা গেছেন। এছাড়া বেশ কয়েকটি শিশুসহ আরো ১৫ জন আহত হয়েছে বলেও জানিয়েছে ওই মুখপাত্র।
বিবৃতিতে আরো বলা হয়, এ হামলার পেছনে থাকা তিন বন্দুকধারীকেও গুলি করে হত্যা করা হয়েছে। সরকার পরিচালিত এ প্রসুতি হাসপাতালে থাকা বাকিদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
জানা গেছে, মঙ্গলবার সকালে কাবুলের পশ্চিমাঞ্চলীয় বারচি এলাকায় অবস্থিত ওই হাসপাতালে অজ্ঞাত বন্দুকধারীরা মেশিনগান ও গ্রেনেড নিয়ে হামলা চালায়। সেখানে গোলাগুলি ও গ্রেনেডের বিস্ফোরণের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সেখানে থাকা ডাক্তার ও নার্সরা অনেকেই ভবন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সূত্র- আল জাজিরা।