আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী কাবুলের কোচিং সেন্টারে চালানো হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে ৮২ জন। খবর এপির।
জানা যায়, আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বেশি বলে দাবি স্থানীয়দের। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে নিরাপত্তারক্ষীকে গুলি করে হামলাকারীরা। এরপর ভেতরে প্রবেশ করে ঘটায় বোমার বিস্ফোরণ।
মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের কোচিং করানো হয় কেন্দ্রটিতে। হামলার সময় সেখানে পরীক্ষা দিচ্ছিল প্রায় ৬০০ শিক্ষার্থী। সামনের সারিতে বসাদের বেশিরভাগই ছিল মেয়ে এবং সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর। তারা শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সে কারণেই হামলার টার্গেট হতে পারে বলে মনে করছেন অনেকে।
আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায়ের লোকেরা কয়েক দশক ধরে নিপীড়নের সম্মুখীন হয়েছে, তালেবানরা ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম শাসন করার সময় এই গোষ্ঠীর বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ এনেছে। এছাড়াও হাজারারা ইসলামিক স্টেট গ্রুপের আক্রমণেরও ঘন ঘন লক্ষ্যবস্তু।