আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধসে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আন্তত ২৫০ জন। নিখোঁজ রয়েছেন অনেকেই। নিখোঁজদের সন্ধানে কাজ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
শনিবার (২৯ আগস্ট) আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।
খবরে বলা হয়, বর্তমান সময়ে দেশটির অন্তত ৩০টি প্রদেশে বন্যার হানায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।নিহতদের মধ্যে শুধু রাজধানী কাবুলেই নিহত হয়েছেন ১১৬ জন। ১৫ জন নিখোঁজ ও ১২০ জন গুরুতর আহত হয়েছেন।
রাজধানীর বাইরের প্রদেশগুলোতে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে ত্রাণ সহায়তা বা অনুসন্ধান করা সম্ভব হচ্ছে না। ফলে রাজধানীর বাইরে মৃতের সংখ্যা কত তা ঠিকভাবে জানাতে পারেনি মন্ত্রণালয়। ফলে অন্য রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতি কাবুলের চেয়ে খারাপ হওয়ায় মৃতের সংখ্যা ভিতিকর হতে পারে বলে মন্তব্য করেছে আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের অনলাইন গণমাধ্যম খামা প্রেস।
কাবুলের প্রাদেশিক সরকারের মুখপাত্র ওয়াহিদা শেখর বলেন,‘উদ্ধারকারী দল দুর্গত এলাকায় কাজ করছে। সেখানে নিখোঁজদের মৃত দেহ খোজ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার পৌঁছানোর ঘোষণা দিয়েছে।