একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সরদার শোয়েব (৪২) নামে এক শ্রমিক লীগ নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্ব জখম হয়েছে। আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে ক্যাডার বাহিনী মির্জা রাব্বীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (১৬ মে) দুপুরে উপজেলা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় আত্রাই সোনালী ব্যাংক ট্রেজারী শাখার সামনেএ ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ
করছে। ঘটনার পর মমতাজ বেগমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সরদার শোয়েব আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরদার শোয়েব প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে উপজেলা নিউ মার্কেটে ঠিকাদারি কাজে ব্যক্তিগত অফিসে যান। হঠাৎ মির্জা রাব্বী দলবল নিয়ে সরদার সোয়েব এর উপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। বাজারের লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. জাকারিয়া হোসেন বলেন, শরীরের বেশ কিছু জায়গায় গুরুত্ব জখম ছিল। এছাড়া দুই পা ও দুই হাতের মাংস কেটে ঝুলে যাওয়ায় তাৎক্ষনিক বেঁধে দেওয়া হয়। অনেক রক্ত ঝরেছে । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শুনেছি সরদার শোয়েব এর সঙ্গে তাদের সব্যবসা নিয়ে আর্থিক লেনদেন ছিল। এরসূত্র ধরেই তার ওপর হামলা হয়েছে। জিজ্ঞাবাদের জন্য মমতাজ বেগমকে থানায় নেয়া হয়েছে। বিষয়টি
নিয়ে তদন্ত করা হচ্ছে। সরদার শোয়েব এর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাজারের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা হয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে মমতাজ বেগম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার ছেলে মির্জা রাব্বী সন্ত্রাসী ক্যাডার বাহিনী গড়ে তোলে। মা ও ছেলের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভনে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া রাব্বীর বিরুদ্ধে ছিনতাই, সরকারি জায়গা দখলের পর স্থাপনা নির্মাণ করে বিক্রি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।