স্পোর্টস ডেস্কঃ আজ শ্রীলংকা বনাম নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শ্রীলংকার টি টুয়েন্টি বিশ্বকাপে ২০২১ এর মিশন। টি টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকা ও নামিবিয়া দু দলেরই জন্য আজকে ম্যাচ নিজেদের প্রথম খেলা। শ্রীলংকা জয় দিয়ে শুরু করতে চায় তাদের বিশ্বকাপ মিশন। বাছাইপর্ব পার হতে হলে আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় ওমানের মাসকটে শ্রীলংকা বনাম নামিবিয়ার ম্যাচটি শুরু হবে। নামিবিয়া ও শ্রীলংকা এর আগে কোন সময় একদলের বিপক্ষে আরেক দল কোন ম্যাচ খেলেনি।
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় নামিবিয়ার থেকে শ্রীলংকাকে এগিয়ে রাখা যায়। নামিবিয়া থেকে ক্রিকেটের শক্তির বিবেচনায় শ্রীলংকা অনেক শক্তিশালী দল।
তবে ক্রিকেটে শক্তিশালী দল বলতে কিছু নেই যার যার দিনে সেই রাজা বনে যায়। যেমন গতকাল বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচে স্কটল্যান্ড বাংলাদেশকে ৬ রানে হারিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে। যদিও শক্তিমত্তার দিক থেকে স্কটল্যান্ড থেকে শক্তির বিবেচনায় বাংলাদেশ অনেক এগিয়ে ছিল।