বিনোদন ডেস্কঃ “তুম পাস আও, কিউ মুস্কোরাও” গানে দেখতে পাওয়া সবার প্রিয় রাহুলের (শাহরুখ খান) আজ জন্মদিন। না শুধু মুভিতে না বাস্তবেও অনেক রোমান্টিক কিং খান। বলিউড কাপিয়ে বেড়ানো এই কিং খান আজ মঙ্গলবার (২ নভেম্বর) ৫৬ বছরে পা রাখলেন। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন বলিউডের কিংখান খ্যাত এই অভিনেতা।
দিল্লীর থিয়েটার একশন গ্রুপের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু হয় কিং খানের। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা। প্রধান চরিত্রে তাঁর প্রথম কাজ ছিল লেখ ট্যান্ডনের টেলিভিশন ধারাবাহিক ‘দিল দরিয়া’। ১৯৮৮ সালে ধারাবাহিকটির শুটিং শুরু হয়, কিন্তু নির্মাণ-বিলম্বের কারণে ১৯৮৮ সালে রাজকুমার কাপুর পরিচালিত ‘ফৌজি’ টেলিভিশন ধারাবাহিকে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। বলিউডে ১৯৯২ সালে ‘দিল আশনা হেয়’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিষেক হলেও প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার।
কর্মজীবনের শুরুর দিকে খল চরিত্রে ‘ডর’, ‘বাজিগর’ ও ‘আনজাম’ সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর তিনি বাণিজ্যিকভাবে অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রের জগতে বাদশাহ খেতাব পান তিনি। তাঁর সফল সিনেমা রয়েছে অসংখ্য। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮), ‘বাদশাহ’ (১৯৯৯), ‘মোহাব্বতেন’ (২০০০) ও ‘কাভি খুশি কাভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২) ইত্যাদি।
এছাড়া, স্বদেশ, ভিরজারা, ডন, চাক দে ইন্ডিয়া, ওম শান্তি ওম, রা ওয়ান, জাব তাক হেয় জান, চেন্নাই এক্সপ্রেস, ফ্যান, রইস, জিরোর মত জনপ্রিয় সব চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৪ বার পেয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কার। ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের অদ্র দে আর্ত এ দে লেত্র সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শাহরুখ।
তবে পুরস্কার ও সম্মাননার চেয়েও বেশি জিতেছেন দর্শকদের হৃদয়। আর আজকের এই দিনের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শাহরুখ-ভক্তরা। সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন।
কিন্তু প্রায় এক মাস বড় ছেলে জেলে থাকার পর ঘরে ফিরলেও ঘটা করে এবার জন্মদিন পালন করছেন না কিং খান। নভেম্বরে ছেলে জেলে থাকাকালে স্ত্রী গৌরী খানের জন্মদিন ও এ যুগলের বিবাহবার্ষিকী উদযাপন হয়নি। অবশ্য দুঃসময় কেটেছে। ছেলে কারাগার থেকে ফিরেছেন।