আন্তর্জাতিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ফ্রান্সকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া। গত মাসের (জুলাই) গ্যাসের দাম পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে ফ্রান্সের জ্বালানি কোম্পানি ‘এনজি’কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্যাস কোম্পানি গ্যাসপ্রম।
গ্যাসপ্রম নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, এনজি যথাসময়ে পাওনা পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে রুশ আইন অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ করতে বাধ্য গ্যাসপ্রম। গত মার্চ মাসে রুশ সরকার গ্যাসপ্রমকে এই নির্দেশ দেয় যে, যেসব বিদেশি ক্রেতা সময়মতো পাওনা পরিশোধ করতে ব্যর্থ হবে তাদের সরবরাহ বন্ধ করে দিতে হবে। আর ৩০ আগস্ট ছিল জুলাই মাসের বিল পরিশোধ করার সর্বশেষ তারিখ। কিন্তু এনজি এদিন ওই পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। গ্যাসপ্রম একইসঙ্গে বলেছে, এখন পর্যন্ত সরবরাহকৃত গ্যাসের দাম পরিশোধ করা মাত্র এনজিকে আবার গ্যাস দেয়া শুরু হবে।
প্রসঙ্গত, রাশিয়ার ইউক্রেন অভিযানকে ঘিরে যখন ফ্রান্সসহ বেশিরভাগ পশ্চিমা দেশের সঙ্গে মস্কোর সম্পর্কে টানাপড়েন চলছে তখন গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিল মস্কো। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।